Last Updated: Wednesday, April 9, 2014, 23:16
কতকিছুই খোয়া যায় জীবনে। এবারে আমেরিকা`স গট ট্যালেন্টের অডিশনে হেইদি ক্লমের ব্রা চুরি করলেন এক জাদুকর। এনবিসি ইউনিভার্সাল সামার প্রেস ট্যুরে ৪০ বছরের হেইদি জানান, এই মুহূর্তেই আমি ব্রা পরেছিলাম, পরমুহূর্তেই দেখি ওটা পারফর্মারের হাতে।